চট্টগ্রামের সিআরবিতে ‘প্রমা আবৃত্তি সংগঠনে’র বসন্তবরণ উৎসবের মাঝপথে অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে রেলওয়ে পূর্বাঞ্চল। শনিবার দুপুরে ‘অনিবার্য কারণবশত’ উৎসবের প্রথম পর্বের অনুষ্ঠান শেষে অনুমতি বাতিলের কথা আয়োজকদের জানায় রেলওয়ে। এতে দিনের বাকি আয়োজন সম্পন্ন করতে পারেননি আয়োজকরা।
জানা গেছে, শনিবার সকাল ৯টা থেকে অনুষ্ঠান শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রথম পর্বের অনুষ্ঠান চলে। তবে দুপুরের পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরুর আগে প্রধান অতিথি আজাদী সম্পাদক এম এ মালেক ব্যক্তি সমস্যার কথা বলে অনুষ্ঠানে আসতে অপারগতা প্রকাশ করেন। তারপরই হঠাৎ করে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান। তখন রেলওয়ে থেকে অনুষ্ঠানের অনুমতি বাতিল করা হয়েছে বলে আয়োজক প্রতিষ্ঠান আবৃত্তি সংগঠন ‘প্রমা’কে জানিয়ে দেওয়া হয়। এরপর বসন্তবরণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।
প্রমা’র সভাপতি আবৃতিকার রাশেদ হাসান বলেন, ‘রেলওয়ের অনুমতি নিয়েই আমরা বসন্তবরণ অনুষ্ঠানের আয়োজন করি। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রথম পর্ব সুন্দরভাবেই হয়েছে। দুপুরের পর দ্বিতীয় পর্বের অনুষ্ঠান রেলওয়ে থেকে অনুমতি বাতিল করায় আর করতে পারিনি। অতীতে কখনও এ রকম অবস্থার মুখোমুখি আমাদের হতে হয়নি।’
প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পূর্ব) মাহবুবুল করিম বলেন, ‘প্রমার অনুষ্ঠানের বিষয়ে আমার জানা নেই। ভূ-সম্পত্তি বিভাগ থেকে এ ধরনের কোনো অনুমতি নেওয়া হয়নি।’
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, এ অনুষ্ঠানের জন্য আলাদা ফোর্স আয়োজকদের পক্ষ থেকে চাওয়া হয়নি। মোবাইল টিম দায়িত্ব পালন করছিল। যতটুকু জেনেছি, অনুমতি না থাকায় রেলওয়ে কর্তৃপক্ষ এসে অনুষ্ঠান বন্ধ করার নির্দেশনা দেয়।
প্রতিবছরের মতো এবারও আবৃত্তি সংগঠন প্রমা’র আয়োজনে নগরের সিআরবির শিরীষতলায় সকাল থেকে বসন্তবরণ অনুষ্ঠান শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। পরে বিকেল ৩টা থেকে দ্বিতীয় পর্ব শুরুর কথা ছিল। কিন্তু দুপুর ২টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ এসে জানায়, অনিবার্যকারণ বশত অনুমতি বাতিল করা হয়েছে। পরে সংগঠনের সদস্যরা স্পন্সর প্রতিষ্ঠান নিপ্পন পেইন্ট চলে যায়। সূত্র : সমকাল