জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরতে কেউবা সেজেছেন মীর মুগ্ধ, কেউবা আবু সাঈদ সেজেছেন স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শুধু জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরেছেন এমন নয় ‘মুঠোফোনে জীবন বন্ধী’ ‘বাউল সাজ’ ‘বিমানবালা’ ‘রোবট’সহ আমাদের জীবনাচরণের নানাধিকও তুলে ধরের। এসব উপজীব্যকে কেন্দ্র করে মনের মতো সাজ অনুষ্ঠানে যোগ হয় অন্যরকম আবহ।
এমনই নানা আয়োজনের মধ্যদিয়ে শেষ হয় দিনব্যাপী চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক ও মেধা পুরষ্কার বিতরণ।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠান হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল পরিচালনা পর্ষদের সদস্য সচিব তাপস কুমার সেনের সার্বিক তত্বাবধানে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর ড.এ.কে.এম সামছু উদ্দিন আজাদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়া উদ্দীন বলেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে হবে এমন কোন কথা নেই। প্রতিযোগিতায় অংশগ্রহন করাটাই হলো আসল আনন্দ। তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো না তারা আত্মবিশ্বাসে পিছিয়ে আছো। আর যারা আত্মবিশ্বাসে পিছিয়ে আছে তারা কিন্তু জীবনে বড় কিছু করতে পারে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচীব রিদোয়ান ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিদ্যা বিভাগের প্রভাষক প্রফেসর ড. কামরুল ইসলাম, হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলের সহকারী প্রধান শিক্ষক নুরুল করিম। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল বিভিন্ন ইভেন্টে ক্রীড়া, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, মনের মতো সাজ, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান।