চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় এক ব্যবসায়ী ও তার পরিবারের ওপর হামলা এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাটের অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ী সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১০টায় উপজেলার কাজিরহাট বাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে হেঁয়াকো বাজারের ব্যবসায়ী কাজী নুর আহম্মেদ এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “মো. বখতেয়ার ও মো. আজিমের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ১৫ এপ্রিল দুপুরে আমার বাসায় অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এ সময় তারা আমাকে বেধড়ক মারধর করলে আমি অজ্ঞান হয়ে পড়ি। পরে আমাকে বাঁচাতে আমার স্ত্রী ও মেয়েরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরবর্তীতে প্রতিবেশীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।”
তিনি আরও অভিযোগ করেন, “হামলাকারীরা আমাদের মারধর করে ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভূজপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি সঠিক তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই।”
অভিযুক্ত বখতেয়ার একসময় আওয়ামী লীগ নেতা ও দাঁতমারা ইউপি চেয়ারম্যান জানে আলমের ছত্রছায়ায় ছিলেন এবং বর্তমানে ওই এলাকার এক বিএনপি নেতার আশ্রয়ে থেকে একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক জানান, হেঁয়াকো বাজারের ব্যবসায়ী কাজী নুর আহম্মেদের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।