বাঁশখালীতে নির্মমতা: ফাঁদ পেতে হত্যা, দাঁত-শুঁড় কেটে নেওয়া হলো বন্য হাতির

চট্টগ্রামের বাঁশখালীর পাহাড়ি বনে ঘটলো আরেকটি নিষ্ঠুরতা ফাঁদ পেতে নির্মমভাবে হত্যা করা হলো একটি কিশোর বয়সী বন্য হাতিকে। শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা; দাঁত ও নখ কেটে নেওয়ার পাশাপাশি শুঁড় পর্যন্ত উপড়ে ফেলা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে বাঁশখালী উপজেলার জলদী রেঞ্জের পাইরাং বিটের আওতাধীন মনুমার ঝিরি এলাকার গভীর জঙ্গলে পাওয়া যায় হাতিটির মৃতদেহ। স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগ প্রাণীর মৃতদেহ উদ্ধার করে।

চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন জানান, “প্রাথমিক তদন্তে দেখা গেছে—হাতিটির পিঠে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে পরিকল্পিতভাবে ফাঁদ পেতে এই হত্যা করা হয়েছে। দাঁত ও নখ তুলে ফেলার সময় শুঁড় পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে, যা চরম নিষ্ঠুরতার পরিচয়।”

বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নেতৃত্বে হাতিটির ময়নাতদন্ত করা হয়েছে। তদন্তে আরও নিশ্চিত হওয়া গেছে, এটি একটি পরিকল্পিত শিকার। বয়স আনুমানিক ৭ বছর—যুবক বয়সের একটি বন্য হাতি। ধারণা করা হচ্ছে, দলছুট হয়ে পড়ার সুযোগকে কাজে লাগিয়েছে অপরাধীরা।

ময়নাতদন্ত শেষে হাতিটিকে বনেই মাটি চাপা দেওয়া হয়েছে।

স্থানীয় পরিবেশকর্মীরা বলছেন, “যদি এই চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা না হয়, তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে বারবার।

সর্বশেষ