চট্টগ্রামের বোয়ালখালীতে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম সরোয়ার।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বোয়ালখালী থানার ওসির কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলামের নির্দেশনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওসি গোলাম সরোয়ার বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সর্বদা প্রস্তুত। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে সিসি ক্যামেরা স্থাপন এবং স্থানীয় পর্যায়ে পাহারা নিশ্চিত করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও সহাবস্থানের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।’
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, কার্যকরী সভাপতি মিলু বড়ুয়া, সহ-সভাপতি সমীর চক্রবর্তী, সাধারণ সম্পাদক অধীর দে, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ দাশ, ব্যাংকার দুলাল বড়ুয়া, সমিরন বড়ুয়া টিটু, সুমন বড়ুয়া, জেষু চৌধুরী, রাহুল বড়ুয়া, উত্তম বড়ুয়াসহ বিভিন্ন পূজা মণ্ডপ ও বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
সভায় সম্প্রতি অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতর ও সনাতন ধর্মাবলম্বীদের বাসন্তী পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান উপস্থিত নেতৃবৃন্দ। তারা ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশে থাকার আশ্বাস দেন।