চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গত ১২ ঘণ্টায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টা থেকে শনিবার (১৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম ঘটনা ঘটে শুক্রবার রাত ৮টার দিকে। পৌর সদরের পূর্ব গোমদণ্ডীতে নিয়ন্ত্রণ হারানো একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পথচারী দেলোয়ার হোসেন (৭০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মুল খাইর মারজান বলেন, ‘দেলোয়ার হোসেন কোমরে আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।’
রাত ১১টার দিকে দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে উপজেলার কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের অলিবেকারী এলাকায়। সিএনজিচালিত দুটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে পাথরঘাটা এলাকার সুবল তালুকদার (৪৫) ও তাঁর স্ত্রী রুমি চৌধুরী (৩৫) আহত হন। তারা দু’জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, ‘দম্পতির শরীরে কাটা-ছেঁড়ার চিহ্ন রয়েছে, তবে শঙ্কামুক্ত।’
শনিবার সকাল সাড়ে ৭টায় তৃতীয় দুর্ঘটনাটি ঘটে আরাকান সড়কের রায়খালী ব্রিজ এলাকায়। একটি শ্রমিকবাহী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে তিনজন শ্রমিক আহত হন। তারা হলেন—পশ্চিম গোমদণ্ডীর মো. রাসেল (২৫), পোপাদিয়ার মারিয়া সুলতানা (২৮) ও আবদুল মজিদ (৩২)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে সড়কগুলো কাদায় পিচ্ছিল হয়ে পড়েছে। দ্রুত গতিতে যান চলাচলের ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।