সমকামীদের অধিকারের দাবিতে জাতিসংঘে বক্তব্য দেয়ায় দেশজুড়ে ক্ষোভ

সমকামী ও এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের এনজিও কর্মী আব্দুল্লাহ আল হাসান। গত ১৬ এপ্রিল বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলা জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ আয়োজিত ইয়ুথ ফোরামের একটি অধিবেশনে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

এদিকে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ তার এমন কার্যক্রমের তীব্র প্রতিবাদ জানান। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য জুড়ে দিয়ে কড়া সমালোচনাও করছেন।

আব্দুল্লাহ আল হাসান ‘পথচলা ফাউন্ডেশন’ নামে একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। যা বাংলাদেশে এলজিবিটি জনগোষ্ঠী ও যৌনকর্মীদের অধিকার ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করে থাকে। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে বলে দাবি করে এই সংগঠনটি।

জাতিসংঘের প্ল্যাটফর্মে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় যৌন বৈচিত্র্যময় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত না করে সমতা অর্জন সম্ভব নয়। তিনি এলজিবিটি, ট্রান্সজেন্ডার ও এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সামাজিক স্বীকৃতি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

বাংলাদেশের দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী, সমকামিতা এখনো একটি শাস্তিযোগ্য অপরাধ। এই বাস্তবতায় আন্তর্জাতিক মঞ্চে একজন বাংলাদেশি নাগরিকের এমন বক্তব্য অনেকের কাছে দেশের সংস্কৃতি ও আইনবিরোধী বলে মনে হয়েছে।

বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই মন্তব্য করছেন, এটি একটি মানসিক বিকৃতি, যা আমাদের সমাজে প্রভাব ফেলবে। কেউ কেউ অভিযোগ করছেন, দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধকে অগ্রাহ্য করে আন্তর্জাতিক মহলে এমন প্রচার কাম্য নয়।

ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে ‘পথচলা ফাউন্ডেশন’র সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ