বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪-২৫ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ফাইনালে চাঁদপুর জেলা অ-১৬ ক্রিকেট দলকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা অ-১৬ ক্রিকেট দল।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি ) সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনাল শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও সিজেকেএস সদস্য সচিব আবদুল বারী। তিনি বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিজেকেএস কাউন্সিলর ও চট্টগ্রাম জেলা অ-১৬ দলের ম্যানেজার সাইফুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় ক্রিকেট খেলোয়াড় এবং বিসিবির হাই পারফম্যান্স কোচ গোলাম ফারুক সুরু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো: রফিক, সিজেকেএস কাউন্সিলর সোহেল আহমেদ, চট্টগ্রাম জেলা কোচ শেখ মাহবুবুল করিম মিঠু, চাঁদপুর জেলা কোচ শামীম ফারুকীসহ খেলায় অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ।
ফাইনাল ম্যাচে চট্টগ্রাম জেলা দলের চমৎকার পারফরম্যান্স ও দলীয় সমন্বয় সকলের প্রশংসা কুড়িয়েছে। বিজয়ী দলের খেলোয়াড়দের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিবৃন্দ।