আনোয়ারায় পাওনা টাকা নিয়ে বিরোধ: যুবলীগ নেতার হাতে যুবক নিহত

আনোয়ারায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা রাসেল ও তার সহযোগীর হাতে মানিক (৩২) নামের এক যুবক নিহত।

১৭ মার্চ সোমবার রাত সাড়ে ৯টার দিকে ছুরিকাঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টার দিকে মারা যান।

নিহত মোহাম্মদ মানিক (৩২) আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরুল গ্রামের মোঃ সৈয়দের পুত্র বলে জানা যায়।

এদিকে, নিহত মানিক (৩২) একজন মাদক ব্যবসায়ী বলে জানান আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

সর্বশেষ