ইসরাইলের গণহত্যা বন্ধে ‘বৈশ্বিক জিহাদ’ ও হরতালের ডাক হেফাজতে ইসলামের

গাজায় ইসরাইলের চলমান আগ্রাসন ও হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে ‘বৈশ্বিক জিহাদ’ এবং বিশ্বব্যাপী হরতালের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি রবিবার (৬ এপ্রিল) রাতে এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করে।

হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান স্বাক্ষরিত এই বিবৃতিটি গণমাধ্যমে প্রেরণ করেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, ‘গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতার সীমা ছাড়িয়ে গেছে।’ তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তা ও সহযোগিতার কারণেই ইসরাইল বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের ওপর দখলদারিত্ব ও গণহত্যা চালিয়ে যাচ্ছে।

মার্কিন জনগণের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, ‘করদাতাদের অর্থে ইসরাইলকে সামরিক ও রাজনৈতিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে। এই রাষ্ট্রীয় দাসত্বনীতি থেকে বের হয়ে আসার উদ্যোগ নিতে হবে আমেরিকার জনগণকেই।’

ইসরাইলকে ‘মধ্যপ্রাচ্যের ক্যান্সার’ ও ‘অবৈধ জালিম রাষ্ট্র’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ব মানবতা ও ন্যায়ের স্বার্থে এই রাষ্ট্রের পতন এখন সময়ের দাবি। ফিলিস্তিন দখলকারী ও গণহত্যাকারী জায়োনিস্ট ইসরাইলকে থামাতে বৈশ্বিক জিহাদ অপরিহার্য হয়ে পড়েছে।’

কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম ঘোষণা করেছে
আগামীকাল ৭ এপ্রিল (সোমবার) বাদ যোহর থেকে বিশ্বব্যাপী হরতাল পালিত হবে। মুসলিম বিশ্বের মধ্যে সামরিক প্রতিরোধ, রাজনৈতিক তৎপরতা, গণআন্দোলন এবং ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানবিক মানুষকে এই আন্দোলনে অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।