কক্সবাজারে ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ১৮ ও ১৯ এপ্রিল

কক্সবাজার

বাংলাদেশের পর্যটন ও চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কক্সবাজারের কলাতলিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ট্যুরিজম অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। ১৮ ও ১৯ এপ্রিল ওস্তাদ জাহাঙ্গীর রিসোর্ট মিলনায়তনে আয়োজিত এই উৎসবে পর্যটন ও চলচ্চিত্রের বিকাশ নিয়ে বিশেষ আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী এবং সম্মাননা প্রদানসহ নানা আয়োজন থাকছে।

গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও ফিল্ম স্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবের প্রধান আকর্ষণ থাকবে বাংলা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী এবং সুপারহিট কিছু সিনেমার প্রদর্শনী। ‘সুন্দরী মিস বাংলাদেশ’, ‘লড়াকু’, ‘মাস্টার সামুরাই’, ‘পেশাদার খুনী’, ‘কোটি টাকার কাবিন’ ও ‘আম্মাজান’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্র উপভোগ করতে পারবেন দর্শকরা।

উৎসবকে সফল করতে বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ওস্তাদ জাহাঙ্গীর আলমকে চেয়ারম্যান, বেলায়েত হোসেন বাবলুকে কো-চেয়ারম্যান এবং সাংবাদিক হাফিজ রহমানকে সদস্য সচিব করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি চলচ্চিত্র সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় বরেণ্য সাংবাদিক আবদুর রহমানকে সম্মাননা প্রদান করা হবে, এবং প্রয়াত চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হককে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে।

আন্তর্জাতিক অঙ্গনেও আলোড়ন তোলার প্রত্যাশা নিয়ে আয়োজকরা চাইছেন, এই ফেস্টিভ্যালের মাধ্যমে দেশীয় পর্যটন ও চলচ্চিত্র শিল্পের নতুন দিগন্ত উন্মোচিত হোক। উৎসবকে সফল করতে আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও আমেরিকা প্রবাসী সাংবাদিক শাহনেওয়াজ, নির্বাহী সভাপতি বেলাল আহমেদ ও মহাসচিব সালাম মাহমুদ সবার সহযোগিতা কামনা করেছেন।

এই আয়োজন শুধু চলচ্চিত্র ও পর্যটনপ্রেমীদের জন্য নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি ও বিনোদন জগতকে বিশ্বদরবারে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে।