কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ এপ্রিল) সকালে কর্ণফুলী নদীর কালুরঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
তিনি জানান, উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে দেশের মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল, কারেন্ট জাল, খুঁটি জাল, চরঘেরা জাল, মশারি জাল ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে অভিযান চালিয়েমৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫ ধারা মোতাবেক নিষিদ্ধ ২টি বেহুন্দি জাল, ৩ হাজার মিটার কারেন্ট জাল ও ২টি বৃহদাকার চরঘেরা জাল জব্দ করা হয়। এরপর জব্দকরা জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী হালদা প্রজনন মৌসুমে হালদাকে যেকোনো উপায়ে রক্ষা করতে হবে। “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প” এর আওতায় চরঘেরা জাল, বেহুন্দি জাল ও কারেন্ট জালসহ যেসব নিষিদ্ধ জাল আছে সেগুলো ধ্বংসে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, সারাবছর আমরা দেশীয় মাছসহ মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করে থাকলেও এই মাসটিকে বিশেষ গুরুত্ব দিয়ে অভিযানগুলো পরিচালনা করছি।