খাগড়াছড়ি জেলার দীঘিনালায় গৃহবধূকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃত মো. আবদুর রহমান (৩৫) উত্তর মিলনপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টার সময় উপজেলার ৩নং কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুরের বাসিন্দা এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে আসামি মো. আবদুর রহমান তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ওই নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করে।
এরপর ওই গৃহবধূ অভিযুক্ত মো. আবদুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ করলে দীঘিনালা থানায় একটি মামলা রুজু হয়।
এ বিষয়ে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, “ওই ভুক্তভোগী গৃহবধূর লিখিত অভিযোগের ভিত্তিতে মো. আবদুর রহমানকে আটক করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।”