ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গাউছে হাওলা দরবার শরীফে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে গাউছে হাওলা দরবারের শিবলী মঞ্জিল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে দরবারের হাজারো মুরিদ, ভক্ত ও আশেকগণ অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন হাওলা দরবার শরীফের পীরগদীনশীন পীরজাদা সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী। তিনি বলেন, “ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর ইসরায়েল যে নৃশংস গণহত্যা চালাচ্ছে, তা মানবতার ইতিহাসে নজিরবিহীন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিটি দরবার ও মুসলিম উম্মাহকে এ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।”
বক্তব্য রাখেন পীরজাদা সৈয়দ সাইফুল কুদ্দুছ আকবরী, সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী, সৈয়দ ইকতিসাব কুদ্দুস আকবরী, মো. মোসাদ্দেক আহম্মেদ খান, মো. মাশরুর আহম্মেদ খান, ড. সেলিম জাহাঙ্গীর এবং অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস. এম. মোদ্দাচ্ছের, সৈয়দ মোহাম্মদ তারিক, মো. জুনায়েদ, মো. জাবেদ, মো. আসিফ মিল্টন ও দেলোয়ার হোসেন দুলাল প্রমুখ।