গাজায় গণহত্যার প্রতিবাদে হাটহাজারীতে হেফাজতের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর হাটহাজারী পৌরসভার ডাক বাংলো চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের নায়েবে আমীর, হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুফতী ও মুহাদ্দিস আল্লামা মুফতী জসিম উদ্দিন বলেন, ‘মজলুম ফিলিস্তিনিদের রক্ত বৃথা যাবে না। শহীদদের রক্তই একদিন বিজয়ের পথ তৈরি করবে এবং ফিলিস্তিনে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।’

তিনি আরও বলেন, ‘ইসরায়েলি বাহিনীর এই গণহত্যা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নিষ্ঠুরতাকেও হার মানিয়েছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত অবিলম্বে গাজায় হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। নতুবা বিশ্ব মুসলিম ঘরে বসে তামাশা দেখবে না।’

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক, বিশিষ্ট ইসলামী আইন বিশারদ আল্লামা মুফতী কিফায়াতুল্লাহ। তিনি বলেন, ‘স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রই মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের একমাত্র পথ। দখলদার ইহুদি বাহিনী নিষ্পাপ নারী, শিশু, বৃদ্ধ এমনকি হাসপাতাল, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানেও হামলা চালিয়ে তাদের বর্বরতা প্রকাশ করছে। মুসলিম উম্মাহর এখনই ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।’

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতের হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমী। যৌথ সঞ্চালনায় ছিলেন সংগঠনের যুগ্ম সম্পাদক জনাব মোরশেদ আলম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আসাদুল্লাহ।

এছাড়াও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, আব্দুর রহমান চৌধুরী, মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা মাহমুদ হোসাইন, জনাব নূর মুহাম্মদ, মাওলানা নিজাম সাইয়্যিদ, হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা মীর লোকমান আলী, মাওলানা ওজাইর আহমদ হামিদী, মাওলানা মিজান ইবনে আলী প্রমুখ।

সমাবেশে হাটহাজারী উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম জনতা অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১১টায় হাটহাজারী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ ও সর্বস্তরের ছাত্র-জনতার অংশগ্রহণে আলাদা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।