চট্টগ্রামের ঐতিহ্যবাহী গুমাই বিল রাঙ্গুনিয়ার শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। এই বিলকে রক্ষা করতে হলে জমি ভরাট করে দালান নির্মাণ বন্ধ করতে হবে এবং প্রশাসন এই বিল রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান।
তিনি বলেন, ‘গুমাই বিল রাঙ্গুনিয়ার জন্য ঐতিহ্যপূর্ণ একটি অংশ এবং এটি শুধু কৃষির জন্যই নয়, পরিবেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিলকে রক্ষা করতে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। আমরা কাউকে জমি ভরাট করে অবৈধ দালান নির্মাণ করতে দেব না।’
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মারজান হোসাইন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার, রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক মো. নুরুল আবছার চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর মুন্সি প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় গুমাই বিল রক্ষা ছাড়াও বাজার মনিটরিং, কিশোর গ্যাং প্রতিরোধ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ট্রাফিক ব্যবস্থা এবং সড়কের পাশে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়ে আলোচনা হয়।
ইউএনও বলেন, ‘অবৈধ স্থাপনা নির্মাণ ও পরিবেশের ক্ষতি সৃষ্টিকারী কর্মকাণ্ড রোধ করতে প্রশাসন সর্বোচ্চ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে।’
এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই ধরনের সভা নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে বলে জানান ইউএনও কামরুল হাসান।