কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সুরাজপুর ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- চকরিয়ার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে (খোরশেদ আলম মেম্বারের ছোট ভাই) শহিদুল ইসলাম (৩০) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের দিয়ারচর গ্রামের ফজুুমিয়াজি বাড়ির মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কাইছার (৩৫)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান- খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহায়তায় হতাহতের উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।