চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার আমিরুল ইসলাম। তবে আইনগত কিছু প্রক্রিয়া বাকি থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন তিনি।
ছোট সাজ্জাদ চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা এবং বিদেশে পলাতক শিবির ক্যাডার সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির ১০টি মামলা রয়েছে। ২০২৪ সালের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ তাকে গ্রেফতার করলেও পরের মাসে জামিনে মুক্ত হন তিনি।
গত বছরের ১৮ সেপ্টেম্বর নগরীর কালারপোল এলাকায় চাঁদা না পেয়ে গুলি ছোড়ার ঘটনায় সাজ্জাদের নাম আলোচনায় আসে। ওই ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর ৪ ডিসেম্বর অক্সিজেন এলাকায় পুলিশ তাকে ধরতে গেলে গুলি চালিয়ে পালিয়ে যান তিনি। সর্বশেষ ২৭ জানুয়ারি ডাকাতির প্রস্তুতিকালে তার ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়।
এক মাস পর, ২৮ জানুয়ারি, নিজের ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফকে ‘নগ্ন করে পেটানোর’ হুমকি দেন সাজ্জাদ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তাকে গ্রেফতারে তৎপর হয় নগর পুলিশ। ছয় মাসের প্রচেষ্টার পর অবশেষে তাকে ঢাকা থেকে গ্রেফতার করা হলো।