চট্টগ্রামে আবারও ছাত্রলীগের ঝটিকা মিছিল ভাইরাল ভিডিওতে স্লোগানের ঝড়

চট্টগ্রাম নগরীতে আবারও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এমন চিত্র।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর চট্টেশ্বরী মোড় থেকে সার্সন রোড মুখোছিলো মিছিলটি।

৩৯ সেকেন্ডের ভিডিও চিত্রটিতে দেখা গেছে, ২৫ থেকে ৩০ জন যুবক শেখ হাসিনার পক্ষে স্লোগান দিচ্ছে। এ সময় তারা ‘স্বাধীনতার এইদিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন। অনেকে মিছিলের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন।

ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য এর আগে গত ৩০ জানুয়ারি সকাল ৬টার দিকে নগরীর জিইসি এলাকায় একটি মিছিল বের করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর ৫ থেকে ১০ মিনিটের মধ্যে তারা সরে পড়েন। সেই মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জিইসি মোড়ে সিডিএ অ্যাভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন ২০ থেকে ২৫ নেতাকর্মী। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।