চট্টগ্রাম হাটহাজারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে। রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার আমান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৩৮০ কার্টন নিষিদ্ধ ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
অভিযানে পিকআপভ্যানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন মো. শওকত আকবর (৩৪) ও পিকআপচালক মো. বাদশা (২৬), যারা রাঙ্গামাটির কোতোয়ালী থানার বাসিন্দা।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আঞ্চলিক মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা সিগারেট জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এ অভিযানে অবৈধ চোরাচালান রোধে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, চট্টগ্রামসহ দেশের অন্যান্য স্থানে এই ধরনের অপরাধ নির্মূলে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।