চট্টগ্রামে শুরু হয়েছে সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত মেয়র একাডেমি কাপ টি-২০ (অ-১৮) ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫। মঙ্গলবার (২০ মে) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সিজেকেএসের অধীনেই থাকবে এবং এখানে বছরব্যাপী ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে। তিনি আরও জানান, জাম্বুরী মাঠ আধুনিকায়নে ইউসিবিএল ব্যাংকের সঙ্গে সমঝোতা স্বাক্ষর হয়েছে।
২০টি একাডেমি দলকে চারটি গ্রুপে ভাগ করে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৪৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে রয়েল স্পোর্টস একাডেমি বনাম সাইনিং স্পোর্টস একাডেমি এবং সিএস স্পোর্টস একাডেমি বনাম মিলেনিয়াম ক্রিকেট একাডেমি মুখোমুখি হয়। টুর্নামেন্টে অংশগ্রহণকারী তরুণ খেলোয়াড়দের নিয়ে আশাবাদী আয়োজকরা।