জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে চট্টগ্রামের মিরসরাইয়ে অনুষ্ঠিত হয়েছে “জলবায়ু সহিষ্ণু স্মার্ট সিটি” শীর্ষক মতবিনিময় সভা। বুধবার (২৩ এপ্রিল) মিরসরাই পৌরসভার সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় জনগণের অভিযোজন পরিকল্পনা তৈরির লক্ষ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মিরসরাই পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. ফজলুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাইদ মাহমুদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিত মধাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল, পৌর নির্বাহী কর্মকর্তা মো. কাউয়ুম উদ্দিন, এবং মিরসরাই থানা পুলিশের উপ-পরিদর্শক ইমরান মোল্লা।
সভায় ‘সেভ দ্য চিলড্রেন’র কোঅর্ডিনেটর (ইমপ্লিমেন্টেশন) মো. আশফাকুর রহমান বলেন, ‘২০১০ সাল থেকে সেভ দ্য চিলড্রেন তাদের বিভিন্ন কার্যক্রমে জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিয়ে আসছে। মিরসরাই পৌর এলাকা জলবায়ুজনিত ঝুঁকিতে সবচেয়ে বেশি বিপদাপন্ন। এ কারণে এখানকার বিশেষ করে নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নের জন্য কার্যকর অভিযোজন পরিকল্পনা গ্রহণ জরুরি।’
তিনি আরও বলেন, ‘৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে বন্যা, জলাবদ্ধতা, খরা, অপর্যাপ্ত পয়ঃনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি, নিরাপদ পানি ও স্বাস্থ্যসেবার অভাব, কর্মসংস্থানের সংকট ও জলবায়ু বিষয়ে সচেতনতার অভাব প্রকট।’
প্রকল্পটি বাস্তবায়ন করছে উন্নয়ন সংস্থা ইপসা, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (GCA) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায়। ইপসার পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন প্রজেক্ট কোঅর্ডিনেটর অরুণ দর্শী চাকমা, ফিল্ড অফিসার মো. জাবেদুর রহমান এবং মো. ফজলুল করিম, এবং সেভ দ্য চিলড্রেন-এর প্রজেক্ট অফিসার মিজানুর রহমান।
এই মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় পর্যায়ে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং একটি জলবায়ু সহিষ্ণু স্মার্ট শহর গঠনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।