জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলা, চবির ৮৪ শিক্ষার্থী বহিষ্কার

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী ও এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের সূত্র থেকে যায়, বহিষ্কৃত শিক্ষার্থীরা নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বহিষ্কৃতদের নাম-পরিচয় জানানো হয়নি।

জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আমার দেশকে বলেন, জুলাই অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় ৭৩ জন এবং চবি সাংবাদিক সমিতির এক সাংবাদিককে মারধরের ঘটনায় ১১ জনসহ মোট ৮৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।