কক্সবাজারের খুরুশকুলে টমটম চুরির অপবাদে আবুল কালাম (৩৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার দিকে খুরুশকুলের কুলিয়া পাড়া এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
আবুল কালাম কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফকিরপাড়া এলাকার বাসিন্দা। পেশায় টমটম চালক তিনি দুই সন্তানের জনক।
স্থানীয়রা জানান, সকালে তারা খুরুশকুল ব্রিজের উত্তর পাশে একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।
আবুল কালামের চাচাতো ভাই মো. করিম জানান, প্রতিদিনের মত গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় সে টমটম গাড়িতে চার্জ দিতে খুরুশকুলের সুরুত আলম নামে এক ব্যক্তির গ্যারেজে যায়। সেখানে টমটম চুরির অপবাদ দিয়ে সুরুত আলমসহ আরও কয়েকজন মিলে তাকে মারধর করে। বিষয়টি তার পরিবারকে জানানো হলে আজ বুধবার সকালে বিচারের মাধ্যমে সেটা মীমাংসা করার কথা ছিল।
নিহতের স্ত্রী দেলোয়ারা আক্তার জানান, তার স্বামীকে টমটম চুরির অপবাদ দিয়ে একটি গ্যারেজে বেঁধে রাখা হয়। পরে গ্যারেজ মালিক বিষয়টি তাদের জানালে আজ সকালে মিটমাট করার কথা ছিল। কিন্তু তার স্বামীকে সুরুত আলম ও তার সাঙ্গপাঙ্গরা এভাবে পিটিয়ে মেরে ফেলবে সেটা তারা ভাবতে পারেনি। তিনি এ ঘটনায় জড়িতদের শাস্তি চান।
কক্সবাজার সদর মডেল থাবার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এ ঘটনায় গ্যারেজ মালিক সুরুত আলমকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে— জানান তিনি।