টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীর সীমান্তবর্তী এলাকায় মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. ফিরোজ (৩০) নামে এক বাংলাদেশি জেলের ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার দুপুরে মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আহত মো. ফিরোজ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী গ্রামের আলী আহমেদের ছেলে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য সিরাজুল মোস্তফা লালু জানান, ফিরোজ রোববার দুপুরে মাছ ধরার জন্য জাল নিয়ে নাফ নদীর হোয়াইক্যং তোতার দ্বীপে যান। মাছ ধরার সময় অসাবধানবশত তিনি মিয়ানমার সীমান্তের দিকে চলে গেলে সেখানে আগে থেকে পেতে রাখা একটি মাইন বিস্ফোরিত হয়। এতে তার ডান পা উড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ (ডক্টরস উইদাউট বর্ডারস) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, রোববার দুপুরে শূন্য রেখা থেকে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া নামক এলাকায় পুঁতে রাখা মাইনটি বিস্ফোরিত হয়। এতে বাংলাদেশি যুবক ফিরোজের ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় আহত জেলেকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বর্তমানে ফিরোজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় সীমান্ত এলাকায় বসবাসকারী জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।