ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

ফটিকছড়িতে ছুরিকাঘাতে যুবক নিহত আহত ১

চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রমজান আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাট বাজারের পশ্চিম পাশে সুমনের চায়ের দোকানের সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব তারাখোঁ গ্রামের মৃত হানিফের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, তিন দিন পূর্বে হাসান গ্রুপের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় বিএনপি নেতা আহমদ সাফা গ্রুপের সদস্য রমজান আলীকে দায়ী করছে হাসান গ্রুপ। ঘটনার দিন রাতে তারাবির নামাজ চলাকালীন সময়ে শান্তিরহাট বাজারে কয়েকজন ছুরি, চাপাতি নিয়ে রমজানকে ধাওয়া দেয়। সে প্রাণ রক্ষায় দৌড়ে পালানোর সময় বাজারের পশ্চিম পাশে সুমনের দোকানের সামনে গেলে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে কয়েকজন। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় গুরুতর আহত হাসান নামে একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দাঁতমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চুরির বিষয়টি একটি ইস্যু মাত্র।