ফেনী নদীতে বালু উত্তোলন বন্ধে অভিযান, ১৫ শ্যালো ড্রেজার বিকল

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

অভিযানকালে করেরহাট অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্য ও জোরারগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম জানান, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ফেনী নদীর লিচুতলা ও মোল্লাপাড়া পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে দেখা যায়, নদীর তীরে বসানো শ্যালো ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে আশপাশের কৃষিজমিতে ভাঙন দেখা দিয়েছে।

এ কারণে তাৎক্ষণিকভাবে দুটি স্থানে স্থাপিত ১৫টি শ্যালো ড্রেজার মেশিন বিকল করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ পাইপলাইন বিনষ্ট করা হয়।

তিনি আরও জানান, অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের সচেতন করে বলা হয়েছে, ভবিষ্যতে এমন কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে জানাতে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আরও বলেন, ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।