বনফুল শোরুমে ইসরায়েলি পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত

ফিলিস্তিনে ইসরাইলের মানবতা বিবর্জিত কর্মকাণ্ডের প্রতিবাদে ইসরাইলি পণ্য বিক্রি-মজুদ না করার সিদ্ধান্ত নিয়েছেন বেকারি ও মিষ্টিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান বনফুল অ্যান্ড কোম্পানি।

সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বনফুল অ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক আমানুল আলম।

পরিবেশকদের পাঠানো বনফুলের মহাব্যবস্থাপক আমানুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপনাদের অবগতি ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জানানো যাচ্ছে যে, ইসরাইল কর্তৃক ফিলিস্তিানে মানবতা বিবর্জিত কর্মকাণ্ড এবং নিরীহ সাধারণ জনগণ, শিশুদের উপর নির্বিচারে গণহত্যা সংগঠিত করার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) থেকে কোকাকোলা, পেপসিসহ সকল প্রকার ইসরাইলি পণ্য বনফুল শোরুমে প্রদর্শন, বিক্রয় ও মজুদকরণ থেকে বিরত থাকার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত সিদ্ধান্ত অনতিবিলম্বে বাস্তবায়নে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।