বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলার ৩ আসামি গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে নাশকতার মামলায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) ভোরে বাঁশখালী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। 

গ্রেফতারকৃতরা হলেন চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছগির মাহমুদ (৩০), উত্তর জলদি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলী আকবর (৩৫) এবং পশ্চিম ছাপাছড়ি ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল মোস্তাকিম শিপন (২৬)।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন,  চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআই ইমাম হোসেন ও মোরাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম পৃথক স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি সাইফুল ইসলাম।

সর্বশেষ