বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ৩নং ওয়ার্ডের নোয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে শুক্রবার (১১ এপ্রিল) এক মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় অলি মিয়ার দোকান সংলগ্ন মাঠে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইউনুস এবং সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা এটিএম কফিল উদ্দীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী থানার (ওসি) তদন্ত কর্মকর্তা সুধাংশু শেখর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক নজির আহম্মদ, আব্দুর রহিম, হাফেজ কোম্পানি, মনু ড্রাইভার, বোরহান কোম্পানি, হাফেজ ইলিয়াস, এটিএম জসিম উদ্দীন, মাস্টার জসিম উদ্দীন, মোঃ হারুন, জমির উদ্দীন, মাস্টার আরিফুল হক, সাবেক ছাত্রনেতা আইয়ুব, নুর মোহাম্মদ, এহসান ও ইপন প্রমুখ।
সভায় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলের গুরুত্ব তুলে ধরেন এবং যুব সমাজকে সচেতন করে একটি মাদকমুক্ত সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান।