আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা চায় বিএনপি। তাদের এই অবস্থানের সঙ্গে একমত পোষণ করেছে হেফাজতে ইসলাম।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গতকাল শনিবার রাতে দুই দলের নেতাদের বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এই দাবির বিষয়ে বিএনপি ও হেফাজতের মধ্যে ঐকমত্য হয়েছে।
হেফাজতে ইসলামের নেতারা এর আগে রাত ৮টা থেকে প্রায় দেড় ঘণ্টা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতে ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা, গণহত্যার বিচার, সংস্কার ও সংসদ নির্বাচনের বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা যেমন সংস্কার চাই, গণহত্যারও বিচার চাই। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচনা করতে চাই। আমাদের জোরালো দাবি প্রধান উপদেষ্টা অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেবেন, যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়।’
তিনি বলেন, ‘ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের দাবির সঙ্গে উনারা (হেফাজতে ইসলাম) একমত হয়েছেন। সেজন্য হেফাজত ইসলাম বাংলাদেশ ও সংগঠনটির অন্তর্ভুক্ত রাজনৈতিক দলগুলো যথাযথ কর্মসূচি প্রণয়ন করবে কি না, এটা উনারা চিন্তা করে দেখবেন।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজকে বিএনপি মহাসচিবসহ আমরা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছি। উনাদের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে মতবিনিময় হয়েছে।’
তিনি বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের সময় হেফাজতে ইসলামের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছে তাতে যারা শহীদ হয়েছেন, তাদের সঠিক সংখ্যাও এখনও নিরূপণ করা হয়নি। সেই শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার চেয়ে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে। তারা সেই মামলার সুষ্ঠু বিচার চায়, দ্রুত নিষ্পত্তি চায়। বিএনপি এর সঙ্গে একমত।’
সালাহউদ্দিন বলেন, ‘২০২১ সালে একইভাবে আলেম সমাজের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়েছে। তাতে ২৪ জন আলেম এবং মাদ্রাসাশিক্ষার্থী শহীদ হয়েছিলেন চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায়। সেই ঘটনায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে মামলা করা হয়েছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত নিষ্পত্তি চায়, আমরা এর সঙ্গে একমত পোষণ করি।’
তিনি আরও বলেন, ‘আলেম-ওলামাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে, জেলে নিক্ষেপ করা হয়েছে এবং সীমাহীন নির্যাতন করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারে তাদের দাবির বিষয়ে আমরাও একমত। আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, দ্রুত তাদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’
বৈঠকে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজেদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন কয়েকটি ইসলামপন্থি দল নিয়ে গঠিত এই সংগঠনের নায়েবে আমির আহমেদ আবদুল কাদের, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা মহিউদ্দিন রব্বানী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও অর্থ সম্পাদক মুফতি মনির হোসাইন কাসেমী।