চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৬টি ছাগলসহ বসতঘর।রবিবার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাজীপাড়া এলাকার মৃত নূর হোসেন বাবুর্চির বাড়িতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ২টি ইউনিট প্রায় পৌনে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মো. মাসুদ ও মো. মুরাদের ৬ কক্ষবিশিষ্ট বাঁশের বেড়া ও টিনের ছাউনি দেওয়া বসতঘর পুড়ে গেছে। এ সময় ঘরে থাকা ৬টি ছাগল পুড়ে মারা গেছে। এতে প্রাথমিকভাবে ৪-৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তদন্ত সাপেক্ষে সঠিক তথ্য জানা যাবে।