চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পৌর সদরের ফুলতল মোড়ে লোকালয়ে ঢুকে পড়া একটি হনুমান বৈদ্যুতিক তারে স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছে। মুখপোড়া ও প্রায় অচেতন অবস্থায় হনুমানটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান স্থানীয় এক পিকআপ চালক।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই হনুমানটি এলাকায় বিভিন্ন ভবনের ছাদ ও গাছে লাফিয়ে বেড়াচ্ছিল। দুপুরের দিকে একটি গাছ থেকে ভবনের ছাদে লাফ দিতে গিয়ে বিদ্যুৎ লাইনের তারে জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যায় হনুমানটি।
স্থানীয় পিকআপ চালক মো. মুন্না বলেন, ‘দেখলাম হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সড়কে পড়ে আছে, অনেকটা অচেতন। পরে আমি নিজেই সেটিকে উদ্ধার করে উপজেলা পশু হাসপাতালে নিয়ে যাই।’
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস. এম. সাইদুল আলম সাঈদ বলেন, ‘প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে হনুমানটির কিছু লোম পুড়েছে, তবে কোনো বড় ধরনের জখম হয়নি। তাকে স্যালাইন দেওয়া হয়েছে, এখন অনেকটাই সুস্থ রয়েছে। ইতোমধ্যে বন বিভাগকে জানানো হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার পর হনুমানটিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।’
এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হলেও, আহত প্রাণীটিকে বাঁচাতে সক্রিয় ভূমিকা নেওয়ায় অনেকেই মো. মুন্নার উদ্যোগের প্রশংসা করেছেন।