চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আরাকান সড়কে সিএনজি চালিত অটোরিকশা উল্টে গিয়ে আহত হয়েছেন এক বৃদ্ধ দম্পতি। শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের বাসিন্দা সঞ্জিত সূত্র দাশ (৭০) ও তার স্ত্রী রেনু সূত্র দাশ (৬০)। তারা খাগড়াছড়িতে মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোমদণ্ডী ফুলতলাগামী একটি দ্রুতগতির সিএনজি (নম্বর: চট্টগ্রাম-থ-১৪-৩২৩৯) আমতল এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা সঞ্জিত ও রেনু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে দুর্ঘটনার পরপরই চালক অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, ‘আহত দু’জনেরই মাথায় আঘাত রয়েছে। সঞ্জিত সূত্র দাশের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়েছে।’
এদিকে স্থানীয়রা জানান, আরাকান সড়কে নিয়মিতভাবে বেপরোয়া গতিতে অটোরিকশা চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলেছে। তারা দ্রুত এই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।