চট্টগ্রামের বোয়ালখালীতে মহা তাঁবু জলসার মধ্য দিয়ে সম্পন্ন হলো ষোড়শ উপজেলা স্কাউট সমাবেশ।
শনিবার (১৭ মে) রাত ৮টায় উপজেলার পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত তাঁবু জলসায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের সভাপতি কে.এ.এম. ফেরদৌস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস্ সভাপতি মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা স্কাউট সম্পাদক মো. নুরুল আকতার-এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, স্কাউট অঞ্চল সম্পাদক এস.এম. শাহেনেওয়াজ আলী মির্জা, জেলা স্কাউট কমিশনার মোহাম্মদ আলী, সেলিম উদ্দিন, প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম, তাপস ঘোষ, মো. কামরুল হাসান, ইলিয়াস, মাহমুদুল হক, উপজেলা স্কাউটস্ সহ-সভাপতি শেখ মোহাম্মদ নুরুল হুদা, সুমন দাশ, সুমী বড়ুয়া, কাজল কান্তি চৌধুরী, শওকত হোসেন, কোষাধ্যক্ষ নজির আহমদ, সহকারী কমিশনার মোহাম্মদ ইলিয়াস ও যুগ্ম সম্পাদক ফারুক ইসলাম।
৫ দিনব্যাপী অনুষ্ঠিত সমাবেশে উপজেলার ৩২টি দল অংশ নেয়।