মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা নিয়ে সচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে খাগড়াছড়ির মানিকছড়িতে পরিবেশ সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্থার সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আফরোজ ভূঁইয়া।

প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রাশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুখীপ্রিয় চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংবাদিক মো. রবিউল হোসেন প্রমুখ।

কর্মশালায় পরিবেশ দূষণের বিভিন্ন কারণ উপস্থাপন করে তা প্রতিকারে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীরা। তাদের আলোচনা উঠে আসে অবৈধ বালু উত্তোলন, অবাধে বৃক্ষ নিধন, কাঠ পুড়ানো, হালদার উজানে তামাক চাষ, অধিক লাভের আশায় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করা ও যত্রতত্র পলিথিনের ব্যবহার।

এ সমস্যা নিরসনে বক্তারা বলেন, ‘পরিবেশ প্রতিনিয়ত দুষণ করছি আমরা নিজেরাই। পরিবেশ দুষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানতে হবে সকলকে। স্ব স্ব জায়গা থেকে সকলকে সচেতন করতে পারলে আমাদের পরিবেশ দুষণমুক্ত ও সুরক্ষিত থাকবে। তাই পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা মূলক কার্যক্রমে এগিয়ে আসতে হবে’।

কর্মশালায় শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ধর্মীয় গুরু, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং উপজেলা ও ইউনিয়ন ফোরামের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।