মিরসরাইয়ের হাসিমনগরে ঝড়ে ক্ষতিগ্রস্থদের আর্থিক অনুদান দিলেন মোঃ আলমগীর

মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের হাসিমনগর গ্রামে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান করেছেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর।

বুধবার (২৩ এপ্রিল) সরেজমিনে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ক্ষতিগ্রস্থ বাড়িঘর পরিদর্শন করেন তিনি। এরপর মজুমদারহাট বাজারে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে ও অর্থসহয়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ।

আলোচনা সভায় মোঃ আলমগীর বলেন, যেকোন প্রাকৃতিক দুর্যোগে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। দুর্যোগে যে ক্ষতি হয় তা পুরোপুরি পূরণ করা কারো পক্ষেই সম্ভব না। আমরা হয়তো কিছুটা সহয়তা করতে পারি যাতে ক্ষতিগ্রস্থ পরিবার একটা অবলম্বন পায়। এসময় তিনি দুর্যোগ মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকারও আহবান জানান।

ঝড়ে ক্ষতিগ্রস্থদের পরিদর্শন ও আর্থিক সহয়তা প্রদানকালে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১০ নং মিঠানালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা জাসাসের যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা যুবদল নেতা আজাদ হায়দার চৌধুরী রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ, সাধারণ সম্পাদক আসিফ নুর খান প্রমুখ।