মিরসরাইয়ে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত চ্যাম্পিয়ন কামরুল বলী

চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঐতিহ্যবাহী বলী খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকার পুরাতন বেড়িবাঁধ সংলগ্ন জমিতে বলী খেলা অনুষ্ঠিত হয়।

এতে ছোট, মাঝারি ও বড়দের মধ্যে বলী খেলায় ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। পাশ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলা থেকে বলী খেলায় অংশ নিতে আসেন প্রতিযোগীরা। এতে চ্যাম্পিয়ন হয়েছেন ইছাখালী ইউনিয়নের আমিনবাজার এলাকার কামরুল বলী। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় তাকে ফ্রিজ উপহার দেওয়া হয়।

এদিন বিকেল ৪টায় শুরু হওয়া বলী খেলা দেখতে ৩টার আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-কিশোররা টেকেরহাট এলাকায় উপস্থিত হয়ে ভিড় জমাতে থাকেন। বলী খেলা দেখতে আসেন পাশ্ববর্তী জেলা ফেনী ও নোয়াখালীর মানুষজন।