চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা আহ্বায়ক মো. আশরাফ উদ্দিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রবিবার (৬ এপ্রিল) মিরসরাই থানায় দায়ের করা ওই জিডিতে তিনি উল্লেখ করেন, ফেসবুকের চারটি আইডি ও একটি পেজ থেকে তার ছবি ও ভিডিও এডিট করে মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়িয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। অভিযুক্ত ফেসবুক আইডিগুলোর মধ্যে রয়েছে— kazi kazi noor, Ziauddin Bablu Miyazi, Anower Hasan, এবং Mirsarai News Desk নামক পেজ।
জিডিতে আশরাফ উদ্দিন বলেন, ‘৬ এপ্রিল সকালে মায়ানী ইউনিয়নের নিজ বাড়িতে অবস্থানকালে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে জানতে পারি যে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে প্রযুক্তির অপব্যবহার করে আমার ছবি ও ভিডিও এডিট করে সামাজিকভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের মিথ্যা ও কুরুচিপূর্ণ প্রচারণার কারণে আমার ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি শুধু মানহানিকরই নয়, বরং সাইবার বুলিংয়ের শামিল।’
এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আশরাফ উদ্দিন নামক একজন ব্যক্তি ফেসবুকে অপপ্রচারের বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’