মিরসরাইয়ে ‘মাহবুব চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ

মিরসরাই উপজেলার সামাজিক উন্নয়ন, মানবসেবা ও শিক্ষাবিস্তারের লক্ষ্যে ‘মাহবুব চৌধুরী স্মৃতি ফাউন্ডেশন’ নামের একটি নতুন সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। মরহুম মাহবুব চৌধুরীর আদর্শ, নীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে গঠিত এ সংগঠন আগামী দিনগুলোতে সামাজিক দায়বদ্ধতা পূরণের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেল ৪টায় সরকারহাট নজরআলী রূপজান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকার ও সমাজকর্মী মোহাম্মদ রেজাউল হান্নান চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন ব্যাংকার মোঃ আরাফাত হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ এবং স্থায়ী কার্যালয় অনুমোদন করা হয়। মরহুম মাহবুব চৌধুরীর সহধর্মিণী ও প্রাক্তন ব্যাংকার সাজেদা মাহবুব, সরকারহাট এন. আর. উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সালাউদ্দিন সেলিম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন, ড. তৌফিকুল ইসলাম, ডা. আসমা চৌধুরী মম, মিসেস সায়মা চৌধুরী অন্ত, ডা. মো. জাহেদুল আলম ও মো. রেজাউল হাসান চৌধুরী নয়ন।

কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ রেজাউল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ফখরুদ্দিন, কোষাধ্যক্ষ মো. আরাফাত হোসেন, সহ-সভাপতি মো. ইব্রাহিম, লিটন কান্তি নাথ, মো. নিয়াজুল করিম, মোল্লা আফলাতুন নুর-এ-জাকারিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার আশরাফুল সামাদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. নাজিম উদ্দীন, ইমরান কবির শুভ, সাংগঠনিক সম্পাদক জুবাইদুল ইসলাম সবুজ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হাসান, যুগ্ম কোষাধ্যক্ষ ইকবাল আবদুল্লাহ আল জামান রবিন, মাহমুদুল হাসান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এম মাঈন উদ্দিন।

এছাড়া সদস্যরা হলেন— ডা. ইকবাল হোসেন নিজামী, মো. নাজিম উদ্দিন সবুজ, প্রফেসর মো. সোহরাব হোসেন, মো. ওমর খৈয়াম, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, শিল্পী চৌধুরী, নুরুল মোনায়েম নিপু, সাইফুল ইসলাম, মাইনুল ইসলাম টিপু, সামিউল সাজিদ চৌধুরী, মো. আরশেদ, রিগান বড়ুয়া ও এস. এম. হাবিব উল্লাহ।

সভায় ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয় হিসেবে ‘জিন্নাত আলী চৌধুরী এস্টেট, আবদুল লতিফ চৌধুরী সড়ক, ছোট কমলদহ, মিরসরাই, চট্টগ্রাম’কে অনুমোদন দেওয়া হয়।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে এই সংগঠন শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও সমাজসেবামূলক নানা কার্যক্রম পরিচালনার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।