চট্টগ্রামের মুরাদপুর মোড়ে সড়ক অবরোধ করেছেন টেম্পু চালকরা। তবে প্রায় এক ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।শনিবার (৮ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানা পুলিশের বরাত দিয়ে জানা যায়, দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট এক চালকের বিরুদ্ধে রংপার্কিংয়ের (নিয়ম বহির্ভূতভাবে গাড়ি পার্কিং) মামলা দিলে বিক্ষুব্ধ চালকরা রাস্তা অবরোধ করেন। এতে মুরাদপুর মোড়ে যান চলাচল ব্যাহত হয়।
সড়ক অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই এলাকায় যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং চালক ও মালিকদের সঙ্গে আলোচনা করেন। আলোচনার পর সকাল ১১টার দিকে অবরোধ প্রত্যাহার করেন টেম্পু চালকরা এবং যান চলাচল স্বাভাবিক হয়।