দ্য ডেইলি অবজারভার এর বিজনেস এডিটর ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদ মৃত্যুবরণ করেছেন।
বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর।
তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ঢাকা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
এছাড়া তিনি সংবাদ সংস্থা বিএনএ এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার আধুনগর গ্রামের সুফি মিয়াজি পাড়ার মাস্টার মরহুম জহির উদ্দিন আহমেদের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সাংবাদিক নিজাম উদ্দিন আহমদের ইন্তেকালে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘নিজাম উদ্দিন আহমদ ছিলেন একজন সৎ, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। সত্যিকারের সাংবাদিকতার জন্য তিনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন’।