সাবেক এমপি ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির

জুলাই-আগস্টে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। পাশাপাশি তার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলে ৮ এপ্রিল দিন ধার্য করেছিলেন আদালত।

আদালতে ওইদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী মনোয়ার হোসেন তামিম ও আব্দুল্লাহ আল নোমান। এ সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, তারেক আব্দুল্লাহ ও তানভীর হাসান জোহা।