হাটহাজারীতে আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনসমূহ।

রবিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ৮নং মেখল ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেখল ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আজিজিয়া মজিদিয়া সড়ক প্রদক্ষিণ করে কাজি পাড়ার হাবিবুল্লাহ দোকান এলাকায় গিয়ে শেষ হয়।

পরবর্তীতে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী মুহাম্মদ এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন মেখল বিএনপির সাধারণ সম্পাদক জি. এম. সাইফুল।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সৈয়দ মিয়া মেম্বার, সহ-সভাপতি তসকির আলম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ও সদস্য সচিব নাছির তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওসমানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ‘দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী লীগ দেশকে শোষণ ও লুটপাট করেছে। এখন তারা আবার ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষপাতী, তবে যদি মেখলে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করা হয়, তাহলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সমাবেশে বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে মেখল ইউনিয়ন বিএনপির সভাপতি মুহাম্মদ ইসমাইলের সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।