আহত ৩

হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত

আহত ৩

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুটি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। বুধবার দুপুর ও সকালে এ দুর্ঘটনা দুটি ঘটে।

প্রথম দুর্ঘটনাটি ঘটে বুধবার দুপুরে উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারসংলগ্ন কুমারী কুল রাস্তার মাথায়। সেখানে মোটরসাইকেলের ধাক্কায় রং সাইডে চলে যাওয়া একটি বাইক ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে জড়ালে ঘটনাস্থলেই মো. সাজ্জাদ (২৫) নামের এক যুবক নিহত হন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ সহ আরও দুইজন মোটরসাইকেলে করে নগরীর অক্সিজেন এলাকা থেকে ফরহাদাবাদ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। বরযাত্রীর বহর সরকারহাট এলাকায় পৌঁছালে অপর একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করেন। আহতদের মধ্যে কারও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নাজিরহাট হাইওয়ে থানার এসআই শাহেদ জানান, ‘নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে।’

একই দিনে সকাল বেলায় ঘটে আরেকটি দুর্ঘটনা। কাটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন চৌধুরী (৪২) স্কুলে যাওয়ার পথে উপজেলার কালি বাড়ি মন্দিরের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়।

নাজিরহাট হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন উভয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’