হাটহাজারীতে একটি বসতঘরে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল ওই ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে জানা গেছে।
রবিবার (২৫ মে) উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থডা. উজ্জ্বল বিশ্বাস ও শিক্ষিকা পম্পি বিশ্বাস দম্পতির ঘরে এই চুরির ঘটনা সংঘটিত হয়।
ডা. উজ্জ্বল বিশ্বাস জানান, তিনি রবিবার সকালে রোগী দেখতে প্রতিদিনের মতো তাঁর চেম্বারে চলে যান এবং তাঁর স্ত্রীও ঘরের দরজায় তালা দিয়ে সন্তানদের নিয়ে স্কুলে চলে যান।
পরে উজ্জ্বল দুপুরের দিকে চেম্বার থেকে বাসায় এসে ঘরের দরজার তালা কাটা দেখতে পেয়ে ঘরের ভিতরে ঢুকে আলমারির দরজা খোলা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘরের আলমারি তল্লাশি করে দেখেন সেখানে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নেই।
পরে তিনি চুরির বিষয়টি নিশ্চিত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লুণ্ঠিত মালামালের মূল্য প্রায় ১১ লক্ষাধিক টাকা হবে।
চোরের দল আমার পাকা ভবনের লোহার কলাপসিবল দরজার তালা কেটে ঘরে ঢুকে এ ঘটনা ঘটায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে বলেও জানান।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন রবিবার রাতে বলেন, “এ ধরনের কোনো ঘটনার বিষয়ে আমাকে কেউ জানায়নি এখনো।
আর লিখিত অভিযোগ দিলে এ ব্যাপারে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে” বলেও জানান তিনি।