বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) চট্টগ্রামের হাটহাজারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ স্টেশন পরিদর্শনে আসেন। তাঁর আগমন উপলক্ষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
স্টেশনে পৌঁছে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল কর্মরত সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফায়ার সার্ভিসের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ফায়ার সার্ভিসের সার্বিক কার্যক্রম এবং অবকাঠামোগত সুবিধাদি পর্যবেক্ষণ করেন।
এ সময় তাঁকে সালাম প্রদান করে স্বাগত জানান স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান।
পরিদর্শনকালে মহাপরিচালকের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন (বি এফ এম) এবং উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মন্নান।
পরিদর্শন শেষে মহাপরিচালক স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব ও নিরলস পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনগণের সেবা নিশ্চিতে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।