বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির ইফতার সম্পন্ন

বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ড হারুন বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১৩ মার্চ বিকাল ৪টায় এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাদালিয়ার প্রবীণ আলেম আল্লামা নুরুল হক আদীব এবং সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শোয়াইব।

ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব কামরুল ইসলাম হোসাইনী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল এবং ১ নং ওয়ার্ড ছাত্রদলের তাফহীমুল হক চৌধুরী হীমু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনএম নাছির উদ্দীন, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল হক সাইদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বখতিয়ার উদ্দিন, আলাওল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আনিছুল হক মিটু, পৌরসভা ছাত্রদলের সভাপতি প্রার্থী রিদুয়ানুল হক, ১ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম, মোহাম্মদ হানিফ, আব্দুল আজিজসহ ছাত্রদল, যুবদল এবং বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয় এবং দেশের সমৃদ্ধি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধির মাস এবং এই ইফতার আয়োজন দলীয় ভ্রাতৃত্ববোধ ও ঐক্যকে আরও দৃঢ় করবে।

বক্তব্য শেষে ইফতার পরিবেশন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।