মিরসরাইয়ে ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত

মিরসরাইয়ে গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বিকালে উপজেলার কাটাছড়া ইউনিয়নের পশ্চিম কাটাছড়া যুব সমাজের উদ্যোগে এই খেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়েছে৷ এক ঘন্টার খেলায় বিবাহিত দলকে পরাজিত করে জয় লাভ করে অবিবাহিত দল৷ এসময় এলাকার নারীপুরুষ সবাই মিলে খেলাটি উপভোগ করেন৷

স্থানীয় যুবক আরিফ জানান, তরুণ প্রজন্ম ধীরে ধীরে আবহমান বাংলার ঐতিহ্যবাহী খেলা গুলো ভুলে যেতে বসেছে৷ সোইর খেলা ছাড়াও গ্রামবাংলার বেশকিছু ঐতিহ্যবাহী খেলা আমাদের জানা দরকার৷ সে সুবাদে আমাদের এই আয়োজন৷ আগামীতে আরও বৃহৎ পরিসরে এসব খেলা আয়োজন করা হবে৷

দাড়িয়াবান্ধা খেলা মূলত কাবাডি বা হা-ডু-ডু খেলার মতই৷ মাঠে কিংবা শুকনো জমিতে দাগ কেটে কোট বানিয়ে এই খেলার ঘর তৈরি করা হয়৷ চারজন বা পাঁচজন কিংবা ১০ জন করে দুটো দল থাকে এই খেলায়। তবে প্রতি দলে সমান সংখ্যক সদস্য থাকতে হয়। খেলার নিয়ম হলো – একটি দল কোটগুলো পার হবার চেষ্টা করে এবং অন্য দল তাদেরকে বাঁধা দিবে। যে দলের কোন একজন খেলোয়াড় কোটগুলো অতিক্রম করে নিজের কোটে ফিরে আসতে পারলে সেই দল জয়ী হয়।