চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুলিশের পৃথক অভিযানে নাশকতার মামলায় দুই আসামি এবং এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) আহম্মদ রেজা তানভীর, এএসআই আনোয়ার হোসেন এবং এএসআই লুৎফর রহমানসহ সঙ্গীয় ফোর্স। তারা বাঁশখালী থানার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের মধ্যে নাশকতার মামলার দুই আসামি হলেন শীলকূপ ইউনিয়নের দিদারের বাড়ির মাঈনুদ্দীন ওরফে মঈন্যা ডাকাত (৪০) ও বাঁশখালী পৌরসভার উত্তর জলদী এলাকার বাসিন্দা মোঃ রাশেদুল ইসলাম (২৬)।
এছাড়া, সরল ইউনিয়নে পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে মিনজিরীতলা গ্রামের আব্দুর রহিমের ছেলে এক বছর তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাজিম উদ্দীনকে গ্রেফতার করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।